কবিতাঃ- নদী
✍️ মনোজ ভৌমিক
যে নদী খরস্রোতা উন্মাদ উন্মনা,
তার বুকে সাঁতরাতে কখনো যেওনা।
ওর বুকে থাকে সদা অশান্ত প্লাবন,
হৃদয় ভাঙে ও নদীর যখনতখন।
যে নদীর বুকে স্রোত করে আসাযাওয়া,
অতি সন্তর্পণে হোক ও নদী পার হওয়া।
ওর বুকে থাকে যেন অতৃপ্তি উচ্ছ্বাস,
মোহনায় তৃপ্ত হয় মনের পিয়াস।
যে নদীতে বহে না স্রোত থাকে সদা স্থির,
সে নদী সংশয় হীন হয়ো না অধীর,
ও নদীর মন ব্যথা আপনাতে সিক্ত,
অপরিসীম স্নিগ্ধতায় সদা থাকে তৃপ্ত।
যে নদী অন্তঃসলিলা হেঁটো না তার বুকে,
হৃদয়ের গভীরে ক্ষত লুকায়ে সে রাখে।
কান পেতে শোনো তার করুণ রোদন,
মাটিই শুধুই বোঝে ওর অসীম বেদন।
নারীর হৃদয় কথা নদীর সমান,
প্রেম প্রীতি ভালোবাসা সাথে অভিমান।