কবিতাঃ-নিঃসঙ্গ
✍️মনোজ ভৌমিক
সুখ এসে উড়ে যায়
হাওয়ায় মত,
সে বসন্ত খুঁজি আজ
বুকে যার ক্ষত!
মন আয়নায় স্মৃতি
ভাসে অবিরত!
কি করে বোঝাই কারে
যাতনা এ কত!!
শীত ছেড়ে চলে গেছে
কামিনী রোদ্দুর,
বসন্তে বাহার এলেও
বাজে না সে সুর!
দখিনা বাতাস বয়
নেই সে সুবাস!
জীবনের প্রতিপদে
শুধু পরিহাস!!
কন্যা থেকে আজ দেখি
হয়েছে ও নারী!
সময়ের বেড়াজালে
নিজেরে নেহারি!!
প্রকৃতি ও নারী শুধু
সইতে শিখেছে!
শরৎ বসন্ত নয়
চৈত্রই দেখেছে!!
ঋতুর মতই দেখি
স্বল্প বিবর্তন,
আজো সেই গল্প শুনি
ধর্ষণ পীড়ন!