কবিতাঃ- নিরুপায়
✍️ মনোজ ভৌমিক
মন্দ লোকেই গন্ধ ছড়ায়
দিন দুবেলা একইসাথে,
সুজন যারা,ওদের থেকে
থাকেন সদাই শঙ্কাতে।
কখন যে কোন ছুঁতো নিয়ে
উড়িয়ে দেবে বিষ ফানুস,
ভাববে তুমি অবাক হয়ে
হারিয়ে ফেলে মনের হুঁশ।
অমন লোকের সঙ্গ থেকে
যতই দূরে থাকো না ভাই,
হাওয়ার বেগে ছুটবে পিছু
স্বর্গে গিয়েও শান্তি নাই।
থাকতে হবে ওদের সাথে
সমাজ বলছে এই কথা,
নইলে পরে বেঁচে থাকাটা
নিত্যদিনের কঠিন ব্যথা।
গন্ধটা তাই গায়েই মেখো
মনের মাঝেই লুকিয়ে ঘা,
উচ্চ স্বরেই না হয় গোয়ো
একটুখানি ওই "সা রে গা।"