কবিতাঃ- নির্বোধ
✍️ মনোজ ভৌমিক
ওইদিন মৃত্যু এসেছিল...
খুঁড়েছিল কালের গহ্বর!
দোর্দণ্ড প্রতাপী ঐ ধর্ম
লুকিয়ে গুণছিল প্রহর!!
মানবতা ছিল ধরাশায়ী
সবাইকে করেছিল পর!
ধর্মকে ডেকেছিল ওরাই
আসেনি,ও যে স্বার্থপর!!
আজ ওই মৃত্যু ছায়ারূপী
ভেঙে গেছে ওর নিজ গড়!
নির্বোধ মানুষ বোঝে না তো
ধর্ম এসে বাঁধে নিজ ঘর!!