কবিতাঃ- নিরাশা
✍️ মনোজ ভৌমিক
জানিস অনিকেত,
ছোটবেলা থেকে মনে ভীষণ ইচ্ছে ছিল
খুব উঁচু পাহাড়ে চড়বো।
ওখানে গিয়ে মেঘ ধরবো,আকাশ ছোঁবো,
হাতড়ে দেখবো, আকাশ কতটা নীল!
মেঘ কেমন করে বৃষ্টি ধরে রাখে!!
ছোটো থেকে বড় হতে হতে আজ অনেকটাই বড় হলাম।
এখন যখন হাঁফ টেনে টেনে পাহাড়ের অনেকটা উপরে উঠেছি ,
নীচের অনেক কিছুই ঠাওর করতে পারছি না রে অনিকেত!
একটু পিছলে গেলেই বড় বড় গিরিখাদ...
ঠিক মত শ্বাস নিতে পারছি না রে,
কোথাও কোথাও পাহাড় সাদা বরফের চাদরে ঢাকা!
ভাবতাম ওখানেই বোধহয় স্বর্গ সুখ।
কিন্তু হায়!
জানিস অনিকেত,এখানে আজ আমি বড় একা!
আজ আর নেই সেই কোলাহল!
সকাল সকাল কেউ ডাক দেয় না,
-- রমেনবাবু, অফিসে যাওয়ার সময় হলো যে।
রমলা সামনে এসে বলে না,
--- এই ফর্দটা নাও, ফেরার পথে সব মনে করে নিয়ে এসো কিন্তু....
সোনু আর বিনি বলে না,
-- বাবা, আমার এটা চাই,ওটা চাই...
শুধু মেঘগুলো চোখ ছুঁয়ে চলে যায়,
ধরতে গেলেই সব অধরা!
আর আকাশ!!
আকাশ বলে কিছু নেই রে অনিকেত, সবই শূন্য...মিথ্যে ওই নীল!
ভেবেছিলাম কত কিছুই,
কিন্তু এই পাহাড়টিও বড়ই নিঃসঙ্গ!
সব উঁচুই বোধহয় এমনই রে অনিকেত.....