কবিতাঃ- নিরাপদ আজ কোনখানে
✍️ মনোজ ভৌমিক
এখন সবাই পাঞ্জা কষে প্রহর গুনছি হররোজ,
মেয়েদের প্রগতিতে নিচ্ছি সবাই বড়ই খোঁজ!
'মেয়ে আমার সায়েন্স স্ট্রিমে' চিল্লিয়ে ফাটাই গলা!
তোমার মেয়ে হবে দেখো আগামীর কল্পনা চাওলা।
খোলা জামার বোতাম এঁটে কলারখানি উঁচিয়ে নিলে!
মনের কোনে স্বপ্ন হাজার ওটাই তুমি বুঝিয়ে দিলে!
বুঝলে নাতো শ্বাপদগুলো কোথায় কোথায় আছে লুকিয়ে!
মেয়ে কিংবা নারী হলেই মনটা কেন যায় নাড়িয়ে!!
কতখানি নিরাপদে ওরা? প্রশ্ন নিয়ে কতটা ভাবলে!
কতদিন বলো রাখবে তুমি প্রাণ দিয়ে আগলে আগলে!!
স্কুল জীবনে চোখটা ছিল বেঞ্চ ভাঙা ঐ পাড়া চ্যঙড়ায়!
কলেজ লাইফ লাইফ বটে,ভয়টা ছিল মনের গড়ায়!!
ডিগ্রীর বোঝা পিঠেতে নিয়ে স্বাধীনতাচেতা ওই নারী!
কাজের জায়গায় দেখে ওরা,লোলুপ নজর মাংসাহারী!!
দিনেও নয়,দুপুরেও নয়,না সন্ধ্যা,রাত্রি আপনাতে!
ঘরে-বাইরে-বাজারে-ময়দানে নিরাপদ কি রাস্তাতে!!
বাসে ট্রেনে ট্যাক্সী অটো যানবাহন আর ও এরোপ্লেনে,
টানা রিক্সা আর গরুর গাড়ীটাও খোঁজে আজ তার মানে!
শাড়ি স্কাটে নারী ও মেয়ে পুরুষ চোখের ইশারা জানে!
বল দেখি ও নারী তুই নিরাপদ আজ কোনখানে!!
গার্গী, মৈত্রেয়ী ও অপলারা আজও দেখছি মনমরা!
"বেটি বাঁচাও বেটি পড়াও" মিথ্যা স্লোগানেই দাও সাড়া!
সমাজসেবী ঐ "অভয়ার" কোথায় ছিল কতটা দোষ!
হিসেবে কষছি আদালতে তিনটি মাসের আফসোস!!
বৈদিক থেকে একবিংশে ভাবনাটাকে দেখো নেহারী,
আদিম হিংস্র মানবতায় আজও বলি কোমল নারী!