কবিতাঃ- নেই আর দুর্যোগ
✍️ মনোজ ভৌমিক
তোমায় ছুঁতে নেইতো আর বারণ,
যখনতখন দেহাতী আলিঙ্গন।
দূরত্ব বিধি হঠাৎ গেল যে সরে!
কি লাভ বলো এখন মুখোশ পরে?
এই শরীর জুড়ে অশান্ত আলোড়ন,
ভিসুভিয়াসের শতেক জাগরণ!
অগ্নুৎপাতে ছিল শুধু নীল বিষ,
রোমন্থনে শিউরে উঠি আহর্নিশ।
অচ্ছুৎ হয়ে বাঁচাটা কি ভাই বাঁচা?
ব্রাত্য এখন সেই সময়ের খাঁচা।
শ্বাসপ্রশ্বাসে নেই তো মারণ রোগ,
হাজার চুমায় নেই আর দুর্যোগ।
জীবনের ঐ ঘন্টা মিনিট সময়,
আর কেন হবে আজকে অপচয়?
মুহূর্ত গুলো তোমায় নিয়েই বাঁচি,
নাইবা হলাম দিনের সব্যসাচী।