কবিতাঃ- ন্যায় চায় উৎসব
✍️ মনোজ ভৌমিক

শরৎ আকাশে কৃষ্ণ জলদ
উমা আসার আগে,
শিউলি ভাবে শিশির মেখে
জাগবে নতুন রাগে!

টগরের চোখে মায়াবী স্বপ্ন
ছাতিমের মনে ছল!
মন রাঙানো করোবী বুকে
ভালোবাসাও দূর্বল!!

দোপাটি সাজছে বিনুনিতে
মল্লিকা উঠছে হেসে!
সরবরে দোলে শালুকের মন
পদ্মকে ভালোবেসে!!

বাতাসে ভাসে বিষাদ রাগিণী
বানভাসী কলরব!
কাশের চোখে 'অভয়া'র ছবি
ন্যায় চায় উৎসব।