কবিতাঃ- নদী ও নারী
✍️ মনোজ ভৌমিক
শত যন্ত্রণা বুকেতে বয় ওই নদী,
একবার তুমি তাকিয়ে দেখতে যদি।
পাহাড়ের বুকে ঝর্ণাই ছিল জীবন,
বড়ই উচ্ছল,উন্মনা ছিল তার মন।
যৌবন এলো,ফুটলো হৃদয়ে ফুল,
নদী হয়ে ভাঙে সমতলে দুই কূল!
মোহনায় গিয়ে হারায় নিজের গতি,
সাগরের বুকে হারানোর সম্মতি।
শুরু হয়ে যায় জোয়ার ভাটার খেলা,
খাল বিল আর জন্মায় নদী-নালা।
ক্ষয়ে ক্ষয়ে যায় জীবনের গতিপথ,
নিজেরে হারিয়ে হয়ে যায় স্থানু, স্লথ!
নদী ও নারীর জীবন কাহিনী এক,
দিবস এলেই প্রতিবার খুঁজে দেখ।
বিঃদ্রঃ- আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভকামনা জানাই।