কবিতাঃ- মুক্তি যুদ্ধ
✍️ মনোজ ভৌমিক
বাহান্ন তুই কেন এসেছিলি
রক্ত ঝরানো সেই ফাগুনে?
ভাষার জন্য যে স্বাধীনতা,
সে ভাষাই কেন প্রহর গুনে??
শহীদবেদী দুলছে কেন!
একুশের এই খুশির দিনে?
ওদের মনের ব্যথা কথা,
আজকে বলো কে আর শোনে!
বাহানাদর্শী আজকে কেন
নিজেরে লুকোয় সঙ্গোপনে!
'শহীদ ভাই অমর রহে'
আওয়াজ কেন রিক্ত প্রাণে!!
'ভাষার জন্য এ স্বাধীনতা'
বাক্যটা আজ নিপাত যাক,
"বাংলাদেশের মুক্তি যুদ্ধ"
এই কথাটাই জিন্দা থাক।