কবিতাঃ- মুক্ত খুঁজবে এই সিন্ধুতে
✍️ মনোজ ভৌমিক
শিক্ষা এখন ভিক্ষা মাগছে!
দাঁড়িয়ে দেখছে উন্নয়ন!!
স্বাস্থ্যের কথা বালাই ষাট!
নিজ গৃহেই নিজ ধর্ষণ!!
আমি আর তুমি ভিক্ষাপাত্রে
বর্ণচোরা সেই জনগণ!
চৌত্রিশের থেকেও নির্লজ্জ
তেরো বছরের প্রশাসন!!
দেশের রাজা বাঁচায় গদি!
থমকে দাঁড়ায় প্রতিশ্রুতি!!
রাণীরও দেখি একই পন্থা!
চুলোয় যাক নিয়ম নীতি!!
লজ্জা ঢাকতে দিচ্ছি সাফাই
আমরা শ্রমিক পরিযায়ী!
ছাপিয়ে গেছি সেই প্রদেশে
আঙুলে আর করিনা দায়ী।
লোপাট প্রমাণে সূত্র খোঁজে
মূখ্য গোয়েন্দা এই দেশের!
প্রশ্ন এখন সবার মনে,
অপরাজিতা আজ কিসের??
আঙুল যাচ্ছে কানের দিকে
বৃত্ত এগোয় ওই বিন্দুতে,
ডুবুরিরা কুশল হলেই
মুক্ত খুঁজবে এই সিন্ধুতে।