কবিতাঃ- মুক্তির স্বাদ
✍️ মনোজ ভৌমিক
আমিত্ব গর্বে নাচছে সবাই
ভুলে গেছে আজ নিজত্বকে,
পাপের ঘড়া পূর্ণ এ ধরায়
ঐ পুণ্য বলো কোথায় থাকে!
আমিত্ব নিয়ে বাঁচে যারা
অশান্তি ছড়ায় দিকে দিকে,
তাদের জীবন অন্ধ কারা
তুষানল জ্বলে ওদের বুকে।
মুক্তির স্বাদ পাবে কোথায়!
তিনি তো খোঁজেন সৎকর্ম,
বন্ধনের মাঝে চির মুক্তি
এসো খুঁজে সেই মানব ধর্ম।
অহংকার হবে যেথা নিষ্ক্রিয়
আমার আমি সেথা দর্পচূর্ণ,
মুক্তি সেথায় হবে সক্রিয়
'তার' দয়ায় তুমি পরিপূর্ণ।