কবিতাঃ- মুখের খোলস
✍️ মনোজ ভৌমিক
মুখের খোলস না সরালে
মনুষ্যত্বের হয় কি জয়?
মানব ধর্ম পালতে হলে
খোলসটাকে খুলতে হয়।
সবাই কিন্তু দেখতে মানুষ
মুখোশ যদিও সসই মুখে!
স্বার্থঘেরা এ সম্পর্কটাও
ভার্চুয়ালে আজ বেশ সুখে!!
সময় আজ বড্ড কঠিন
খোলা মুখেও মুখোশ নাচে!
মানুষ যেন আস্ত দানব
মনুষ্যত্বও আতশ কাঁচে।
বদলে গেছে অনেককিছুই
সভ্যতাও আজ উষ্ণায়নে!
মানবিকতার প্রত্যাশাটাও
যেমন তেমন শ্রাবণ দিনে।
স্বার্থান্বেষী এই দুনিয়ায়
ভালোবাসাও খেলার খেলা,
নিরেট হাসি, বিশ্বাসী হাত,
খুঁজতে গেলে কাটবে বেলা।
খোলসটাকে সরাতে গেলে
জাগাতে হবে বিবেক মন,
নইলে পরে হারাতে হবে
যেটুকু আছে সবুজ বন।