কবিতাঃ- মনুষ্যত্বের হোক শোধন
✍️ মনোজ ভৌমিক
বোধন যদি অকালে হয়
শোধন কি হয় এ সমাজ!
একটা অসুর মরে শুধু
বাকীদের তো সমান রাজ।
আয়ন ছিল ঘুমের রাতে
জাগবে কি করে দেবের মা!
দেব স্বার্থেই জাগেন দেবী
সময় তাকে পরালো জামা।
বেলতলা তাই সাক্ষী হলো
অসময়ের এই বোধনে,
অসুরটাকে মারতে হবে
জাগেন দেবী সেই পণে।
প্রশ্ন শুধুই এই মনেতে
পাতালে কেন গেলেন সীতা?
অসুর কি তবে ওই দেহেতে!
এটা আমার কথার কথা।
পুরাণ কথা বুঝিনা অত
প্রথা মেনেই হোক বোধন,
মহা ষষ্ঠীর এ পুণ্য লগ্নে
মনুষ্যত্বের হোক শোধন।