কবিতাঃ- মন্ত্রী মহোদয়
✍️ মনোজ ভৌমিক

ভাত ছড়ালে কাকের অভাব?
বোঝাতে গিয়েই এটা,
নিজের পায়েই ফোঁটালেন মন্ত্রী
মস্ত বড় এক কাঁটা!

কাঁটার ব্যথায় মন্ত্রী মশায়ের
জ্বলছে শরীর মন!
কঠিন ব্যথার অনুভূতি আজ
বোঝাবে কারে এখন!!

এদিক ওদিক চারিদিকেই
ছড়ান নানান কথা!
এর তার নমে বদনাম করে
মেটান মনের ব্যথা।

মন্ত্রী মশায়ের বন্ধু জন
উসকান তারে খুব,
তেলে বেগুনে জ্বলেন মন্ত্রী
মজা নিয়ে ওরা চুপ।

মন্ত্রী মশাই বড়ই চতুর
জানেন পরিণতি,
ওনাকে ছাড়া ঐ জায়গার
ভয়ংকর দুর্গতি!

এও জানেন মন্ত্রী মশাই
এ রাজ্য তারই গড়া,
আফসোস তার মনে প্রাণে
এ রাজ্য যখন ছাড়া!

সহজ সরল মন্ত্রী মশাই
ভাবেন নানান ফন্দি!
মন্ত্রী মিত্ররা  মন্ত্রণা দিয়ে
গড়ছেন প্রতিদ্বন্দ্বী।