কবিতাঃ- মঙ্গলময় হোক মঙ্গল
✍️ মনোজ ভৌমিক
মঙ্গলময় হোক মঙ্গল
তোর জীবনের প্রাতে,
শুভাকাঙ্ক্ষী ঈশ্বর তোর
থাক এইভাবে সাথে।
ইচ্ছা পুরনের আজকে শুরু
প্রথম পদক্ষেপ,
মেয়ে জন্মের থাকবে না আর
তোর কোনো আক্ষেপ।
আকাশ পানে তাকিয়ে তুই
নিয়ে নে গভীর শ্বাস,
আগামী পথ মসৃণ হোক
মনে নে দৃঢ় বিশ্বাস।
বিঃদ্রঃ- Bharatiya Vidya Bhavan's Public school নৃত্য শিক্ষিকা হিসেব আজ মেয়ের Joining. আপনাদের আশীর্বাদ পাথেয়।