কবিতাঃ- মঙ্গল হোক সবারি
✍️ মনোজ ভৌমিক

সূর্য এখন রাগ করেছে
ছড়ায় ভীষণ তাপ,
চারিদিকে ওঠে আওয়াজ,
সময়ের অভিশাপ।

সবুজ বন ঝলসে গেলো
পুড়ছে মানব দেহ,
কেমন করে কবিতা লিখি!
পড়বে না আর কেহ!!

তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর
হারিয়েছে শব্দ সুর,
উষ্ণ বাতাস বলছে হেসে,
ঐ বর্ষা অনেক দূর।

উষ্ণ বাতাস করে উচ্ছ্বাস
দেখি চারদিক ময়,
বর্ষার খোঁজে কবিতা গুলি
গুনছে শুধু সময়!

আসবে বর্ষা কেমন করে
করছি যে ওরে পর,
নির্বিচারে গাছপালা কেটে
গড়ছি ফ্লাটের ঘর।

নিত্য নতুন কারখানা গড়ি
প্রদূষণে ভারি বায়ু,
বদল হচ্ছে আবহাওয়া
কমছে পৃথিবী আয়ু!

তোমারা যারা দিন ও রাত
চালাও ঘরেতে এ সি,
নেপথ্যে বাড়াও উষ্ণায়ণ
প্রদূষণ সর্বনাশী।

গাছ লাগাও, প্রাণ বাঁচাও,
আওয়াজ হোক ভারী,
স্বপ্ন পৃথিবী উঠুক জেগে
মঙ্গল হোক সবারি।