কবিতাঃ- মন যদি থাকে দৃঢ়
✍️ মনোজ ভৌমিক
সময়ের ঘরে ধাক্কা খাও
প্রতিদিন দশবার,
কেবা আপন কেইবা পর
ভাবো বসে শতবার।
ভাবনাগুলোর জটিলতায়
মন কাঁদে সঙ্গোপনে,
কখন যে ও মন ডুবে মরে
কেইবা বলো তা জানে?
তবুও মনকে বাঁচিয়ে রেখো
ধাক্কাগুলোর ফাঁকে,
হাজার হারের পরেও দেখো
বাঁচার ইচ্ছে থাকে।
হার জিতের নিত্য খেলায়
মন বাঁচানো জরুরী,
নইলেপরে দুঃখ এসে
করবেই জারিজুরি।
মন যদি না শক্ত হয়
ডুববে অথৈ জলে,
ধন ঐশ্বর্য বিশাল কায়া
সব যাবে রসাতলে।
প্রতিকূল পরিস্থিতিতে
মন যদি থাকে দৃঢ়,
শত বিঘ্ন হারিয়ে যাবে
দুঃখ কষ্টের ভীড়ও।