কবিতাঃ- মলাট বিহীন ১৪০০তম কবিতা
✍️ মনোজ ভৌমিক
অনেক দিন সূর্য দেখিনি.....
কুয়াশায় পরিব্যাপ্ত গ্রাম গঞ্জ শহরের রাজপথ!
দু দু'টো শতাব্দী কেটে গেছে.....
কেউ আসেনি এখানে! নেয়নি আলোর শপথ!!
ওই তো হেঁটে গেল যুব সন্যাসী....
যেতে যেতে বলে যায়,ওঠো, জাগো চণ্ডাল,দরিদ্র, ভারতবাসী।
ঐ দেখো বাংলার বীর সৈনিক
মৃত্যুহীন প্রাণ আজও চিৎকারে,স্বাধীনতা দেবো, হয়ো না উদাসী।
সাহিত্য সম্রাট আজো আছে বেঁচে...
কোটি কোটি কন্ঠের আন্তরিক উন্মাদনা, "বন্দেমাতরম"
ওই শোনো "জন গণ মন"
নোবেল বিজয়ী বিশ্ব বরেণ্য বাঙালি কবিকে মনে করায় হরদম।
বিপ্লব জেগে আছে, বিদ্রোহ সোচ্চার,
বুভুক্ষু মানুষের চেহারায় ওই দেখো সুকান্ত নজরুল।
প্রফুল্লচন্দ্র,জগদীশ বোস,
বিশ্বের আকাশে প্রোজ্জ্বল বাংলার দুই বিজ্ঞান ফুল।
শুধু এ সময়ই হেঁটেছে....
ধর্মান্ধ মানসিকতাকে হাতিয়ার করে মসনদী লালসায়!
ধোঁয়াশা কুয়াশার আঁধারে
প্রতি ছাব্বিশে জানুয়ারিতে বাংলা গণতন্ত্র খুঁজে বেড়ায়!!
সময়ের রাজপথ ছুঁয়ে.....
জেগে ওঠে লক্ষ লক্ষ হাপিত্যেশে কবিতা,বাংলার বইমেলা।
মলাট বিহীন ১৪০০তম কবিতা
গণতন্ত্রের প্রত্যাশায় বরেণ্য বাঙালিদের প্রতীক্ষায় করে খেলা।