কবিতাঃ- মিটিয়ে দে সব শোক
✍️ মনোজ ভৌমিক

১লা আষাঢ় বিষাদে ভরা
২রা আষাঢ়ো তাই,
ও মনচলি,কোথায় গেলি!
তোর যে দেখা নাই!!

সময় ছোঁয়া ভালোবাসা তোর
দেখছি বড় চতুর!
গভীর প্রেমে ব্যাকুল তুই,
নিমেষে হোস ফতুর!!

মন ভরেনা,প্রাণ হাসেনা,
শরীর জ্বালছে শুধু,
কেমন তোর প্রেম রে ছলি!
এ হৃদয়ে মরু ধূ ধূ!!

তোর প্রেমে নেই সাবেকিয়ানা
ছল চাতুরীই বেশী,
সোশ্যালের মত তুই কি আজ
AI-এর বড় দাসী!

ভালোবাসার মিথ্যে খেলায়
ভাল্লাগে বলনা কার!  
পবিত্রতাই ভেজাতে জানে
নমুনা দেখা না তার।

কাজল চোখে সুরমা এঁকে
সকাল বিকাল সাঁঝ,
হন্নে হয়ে খুঁজিস কারে!
বলবি কি তুই আজ!!

কদম কেমন আছে চেয়ে
পলক বিহীন চোখ!
আয় না রে তুই, ও মনচলি,
মিটিয়ে দে সব শোক।