কবিতাঃ- মায়াবী চাঁদ
✍️ মনোজ ভৌমিক
কাঁচভাঙা ওই জানালাতে চোখ রাখি,
সাঁঝ বেলাতে মায়াবী চাঁদ দেয় উঁকি।
কার্ণিশ ছুঁয়ে চলে গেছে শ্রাবণী মেঘ,
ব্যালকনিতে আজও তার গতিবেগ!
বিছানার বুকে পড়ে আছে চুপিকথা,
মনের কোণে নাড়া দেয় পুরানো ব্যথা।
চিলেকোঠা থেকে কে যেন বলছে হেসে,
চলে এসো তুমি সেই পুরাতন বেশে।
এ হৃদয়ে কেন বেজে ওঠে রিংটোন!
রাতপিয়াসী মন ভাঙা মন এখন।
কেন ঐ চাঁদ আজও বড় মায়াময়ী!
স্মৃতির পাতায় কারে যেন যায় ছুঁয়ী!!
ক্ষয়ে ক্ষয়ে যায় হৃদয়ের মালভূমি,
হাতছানি দেয় ঐ বিস্তীর্ণ মরুভূমি।
সময় আকাশে ছিল জেগে কত তারা,
এখন সময় আপন রঙেতে হারা।
ভেঙে যাক ওই জানালার যত কাঁচ,
ঐ মায়াবী চাঁদে করবো না আর যাচ।