কবিতাঃ- মানুষে তুই মানুষ কর
✍️ মনোজ ভৌমিক
সরস্বতী,ও মা সরস্বতী,তোর ভাবনাটা হ'লো বোঝা!
ডিজিটাল এই যুগেতে,সবার পূজো পাওয়া নয় সোজা!!
সময় ছোঁয়া শিক্ষা দীক্ষায় দেখলি বড়ই দীর্ঘশ্বাস!
তাইবুঝি মা দু'ই তিথিতে করলি নিজের অধিবাস!!
ঠিক আছে মা, মানছি রে তাই, প্রশ্ন একটা আমার,
আজকাল কী বুদ্ধিই দিস! বিদ্যেটা অল্প সবার!!
আগের দিনে বিদ্যে দিতিস, বিনয়ী হ'তো মানুষ,
এখন দেখি বুদ্ধির জোরে হারায় মান ও হুঁশ!
বিদ্যা শুধুই ড্রিগ্রীর জন্য, বুদ্ধি বড়ই তুখোড়!
তাইতো দেখি অল্প বিদ্যায় দেখায় ঘোড়ার দৌড়!!
শুভ বুদ্ধি অনেক কমেছে,দুষ্টু বুদ্ধি আজ বেশি,
ভাঙছে সমাজ,লড়ছে লোকে,হিংসা উঠছে হাসি!
কপটতা আর কুটিলতা, সময়ের শ্রেষ্ঠ বুদ্ধি!
বলনা মা,বলনা রে তুই,কবে হবে আত্মশুদ্ধি!!
তিথি ভেঙে বাড়ুক না দিন,হোক না তোর প্রচার,
মানুষে তুই মানুষ কর,দে শুদ্ধ আচার বিচার।