কবিতাঃ- মালিক সবার এক
✍️ মনোজ ভৌমিক
ঈশ্বর প্রতিম তুমি
মানব মহান,
সমগ্র ব্রহ্মাণ্ড গায়
তব জয়গান।
তুমিই মহান আত্মা
এ বিশ্ব মাঝারে,
মহানুভবতা তব
ভাবায় সবারে!
চৈত্র রাম নবমীতে
ধরা 'পরে এলে,
ফকিরের ছদ্মবেশে
সবারে বোঝালে।
জাত পাত ধর্ম শুধু
বিভাজন কথা,
"মালিক সবার এক"
দিলে এ বারতা।
সদগুরু সাঁই তুমি
প্রণমি তোমারে,
শান্তি সমৃদ্ধি ফেরাও
বিশ্ব সংসারে।