কবিতাঃ- মাঝ আষাঢ়েও ছন্দ নাই
✍️ মনোজ ভৌমিক

ওমনি করে রোজ বিকেলে
ভিজতে জানে আমার শহর।
এখন শুধু প্রতীক্ষা নিয়ে
গুনছো তুমি স্নিগ্ধ প্রহর।

বিচ্ছেদী মেঘ যখন তখন
হামলা করে শহর জুড়ে!
ভালোবাসার আদুরে মেঘ
সময় বুঝে যায় যে উড়ে!!

   শ্রান্ত শহর ক্লান্ত হয়েই
খুঁজছে পুরানো ভালোবাসা,
সময় দিনের উড়াল মেঘে
মেটে কি কারো মনের আশা?

প্রহর গুনে লাভ কি বলো!
মেঘের প্রেমে ছলের খেলা!!
কখনো ভেজায় গভীর ভাবে,
ক্ষানিক পরেই অবহেলা!

সময় দিনের নিত্য খেলা
বর্ষা মেঘেও দেখছি তাই,
বৃষ্টি এলেই ভিজতে হবে
মাঝ আষাঢ়েও ছন্দ নাই।