কবিতাঃ- লক্ষ্য পূরণ
✍️ মনোজ ভৌমিক
লক্ষ্য পূরণ করতে হলে
দৃষ্টি তোমার রাখিও স্থির,
নইলেপরে জীবন তরী
টালবাহানায় চলবে ধীর।
লক্ষ্য তোমার দূরের হলে
কথাদের কান দিতে নেই,
দূরগামী ওই ট্রেনের মত
সব ষ্টেশনে থামতে নেই।
নিয়ম নীতি তফাতে থাক
ভাবনা তখন একটাই,
বন্ধুর পথ মাড়িয়ে নিয়ে
জিৎ তোমার কদমে চাই।
নইলে কিন্তু জীবন বৃথা
অমলের ঐ 'রোদ' খোঁজা,
নিজের পিঠে বইবে জীবন
লাগবে তোমার বড্ড বোঝা।
সাধের এই জীবনটাতে
করতে হবে এমন কিছু,
জীবন মৃত্যুর আগে গিয়ে
সবার চোখে থাকবে উঁচু।