কবিতাঃ- লিমিট ছুঁলেই কেল্লা ফতে
✍️ মনোজ ভৌমিক
সময় এখন বদলে গেছে
দিন যাপনের এই বেলায়,
তুমি ও আমি ভাবতে থাকি
ব্রতী সবাই কোন খেলায়!
মৃত্যু মাপছি দাঁড়ি পাল্লায়
জন্ম শিশুর অবাক চোখ!
বাসের যোগ্য নয় পৃথিবী
কবির শপথে বড়ই শোক!!
নিয়ম নীতির মুড়িয়ে মাথা
খেলছে বিশ্ব ধ্বংস খেলা,
মুহুর্মুহু রোগের প্রকোপ
ঘনিয়ে আসছে কালবেলা!
মহামারীর মারণ শেষেও
দিন প্রতিদিন হাজার রোগ!
কেউ বোঝেনা,কার কপালে,
জুটবে কখন কি দুর্ভোগ!!
শত রোগের ওই শরীরে
বেঁচে থাকার প্রবল স্পৃহা!
নিয়ম মাফিক ওষুধ খেয়ে
দিব্যিই আছো,নেই অনীহা!!
যে যতদিন আছো হে বেঁচে
প্রাণ ভরে নাও দুঃস্থ বায়ু,
লিমিট ছুঁলেই কেল্লা ফতে
লিখবে তোমার শ্রেষ্ঠ আয়ু!