কবিতাঃ- ক্রান্তিকাল
✍️ মনোজ ভৌমিক
তোমরা যাকে সংক্রান্তি বলো,
আমি বলি তাকে বড় ক্রান্তি।
হয়তো সবাই বলবে জানি,
এক ভ্রান্ত মনেরই বিভ্রান্তি!
সময় ছুঁয়ে ভাবো একবার,
সত্যি আমি বলছি কিনা!
সূর্য নতুন রাশিতে এলে,
অন্য একটি দিনকে চেনা!!
পৃথিবীতে মহা সংক্রান্তি!
বদলে যাচ্ছে দক্ষিণায়ন!!
মানুষ আজ মানুষে নেই,
কপট খেলায় সবার মন!
বদল হয়েছে প্রেম প্রীতি,
ভার্চুয়াল আজ ভালোবাসা!
সম্পর্কের কুটিল খেলায়,
ভাঙে প্রতিদিন সুস্থ আশা।
স্বার্থপরতার শীর্ষে উঠে,
হিংসা আজ কঠিন সত্য।
তুমি ও আমি সংক্রান্তিতে
করছি এই সময় দাসত্ব!
দক্ষিণায়ন উত্তরায়ণ
আবর্তিত এই ভুবনে।
বিবর্তন দেখছি শুধুই
মানুষের ঘৃণ্য আচরনে!
ক্রান্তি এসেছে পৃথিবী জুড়ে
নীতি নিয়মের খাচ্ছি মাথা,
ফরম্যালিটি সবকিছুতেই
মনটা সবারি নংশিকাঁথা!