কবিতাঃ- কর্মই প্রকৃত ধর্ম
✍️ মনোজ ভৌমিক
ধর্ম যেদিন ক্লান্ত হবে
হারিয়ে যাবে সকল ভয়,
বুঝবে ভাতেই খিদে মেটে
কোরান,গীতা,বাইবেলে নয়।
আসল সত্য বুঝবে যেদিন
সেদিন তুমি মানুষ ভাই,
ধর্ম কেবল মার্গ দর্শায়
কর্ম বিনা পেটে অন্ন নাই।
ধর্মে আজ অন্ধত্ব প্রকট
অস্থির দেখি সময় সাজ!
কপট খেলায় ধর্ম পালক
আগ্রাসনে নেইতো লাজ!!
উদভ্রান্ত মানুষ সকল
সদাই করে ধর্ম বড়াই,
কর্ম ভুলে ওই দুষ্ট জন,
ধর্ম নিয়ে করছে লড়াই।
কর্মই জেনো প্রকৃত ধর্ম
এই কথাটাই রেখো মনে,
কর্ম যোগের মহা মন্ত্রকে
বুঝতে হবে আজ এ দিনে।
ধর্ম,কর্ম দুই-ই মহান
মানো যদি তা সঠিক রীতে,
সকল ধর্ম সমন্বয়ের
ভাবনা থাক হৃদয়ে গেঁথে।
সকল ধর্মের মূলমন্ত্র
কর্মের মাঝে নিহিত ভাই,
কর্ম বিনা আজ এ জগতে
ধর্মের কোনো মানেই নাই।