কবিতাঃ- কর্মই মহান
✍️ মনোজ ভৌমিক
শূন্য হতেই শুরু জীবন
ঐ শূন্যে গিয়েই শেষ,
মৃত্যুতেই মিলবে হিসেব
থাকবে না ভাগশেষ।
ফিরবো সবাই সময় হলে
আজ অথবা কাল,
শরীরে নয়,কর্মগুণেই
বাঁচবো হাজার সাল।
তাইতো বলি, মানুষ তুমি
ভুলো হিংসা দ্বেষ,
ধর্ম বিভেদ জাতপাত সব
মিথ্যে জীবন রেস।
কর্মযোগই আসল ধর্ম
ঈশ্বর ওতেই মগ্ন,
কর্ম বিনা মানব জীবন
সমাজের হীন পণ্য।
কর্ম তোমার মহান হলে
থাকবেই পরিচয়,
সৃষ্টি মাঝে রইবে অমর
থাকবে না সংশয়।
জন্ম তোমার হোক না যেথা
কর্ম যদি হয় ভালো,
তুমিই হবে আগামী সূর্য
নতুন দিনের আলো।