কবিতাঃ- কর্ম অবিনশ্বর
✍️ মনোজ ভৌমিক
শূন্য নিয়ে আসাযাওয়া
মাঝে প্রাপ্তির রেশ,
একে অপরের দ্বন্দ্ব যুদ্ধে
মিথ্যে বাড়াই ক্লেশ।
কালের গতিতে এই দেহ
পঞ্চভূতে যাবে মিশে,
কর্মই রবে অবিনশ্বর
যুগান্তের ইতিহাসে।
বুঝবে যে জন এই সত্য
সৎ কর্মে হবে ব্রতী,
কর্ম দিয়েই ধন্য জীবন
কর্মই জীবন সাথী।
মৃত্যুর পরেও কীর্তি রবে
মহানতায় উজ্জ্বল,
গড়বে সৌধ,রাখবে মনে,
কর্ম নিশান প্রোজ্জ্বল।