কবিতাঃ- করবি কি তুই বল
✍️ মনোজ ভৌমিক
রোদ হাসছে আষাঢ় শেষে
মাঠেতে নেই জল!
অনুদানের ঐ টাকা নিয়ে
করবি কি তুই বল?
চোখ ভিজে যায় চোখের জলে
একশো দিনের কাজ,
যেটুকু মেঘ জমে আকাশে
লড়াইয়ে পড়ে বাজ!
যুদ্ধ তোদের জন্ম জন্মের
ওরে ও কৃষক ভাই,
সভ্যতার এই উষ্ণায়ণে
প্রাণ পুড়ে হবে ছাই।
জ্বলছে মাঠে ধানের চারা
পুড়ছে কৃষানী মন,
ঋণের বোঝা কৃষক ঘাড়ে
বোঝাবে কারে এখন!
সেদিন বৃষ্টি আসতো হেসে
ভাসাতো 'সোনার তরী,'
আজকে বৃষ্টি কথার কথা
প্রতীক্ষা করেই মরি।
দোষ আজ তোকে কেন দিই!
দেখছি তো প্রহসন,
অবুঝ হয়ে সবুজ কাটি,
সময়ের উন্নয়ন!