কবিতাঃ- কলম
✍️ মনোজ ভৌমিক
কলম কথা লিখতে গেলে
আঁতকে ওঠে এ মন,
কলম শুধু লিখতে জানে
স্বাধীন নয় এখন।
আঙুল টেপে আজকে দেখি
সবাই একলা মনে,
কলম শুধু স্কুল কলেজে
লিখছে অভিমানে।
সে কলম আজ কোথায়
সুকান্ত ও নজরুল!
গর্জে উঠলে ধরছে চেপে
বলছে শব্দ ভুল!!
শব্দ এখন মুখে মুখেই
দিন বদলের খেলা,
ধর্ম নামের ধ্বজা উড়িয়ে
দ্বন্দ্ব দেখি দুই বেলা।
সময় কলম দেখি আজ
বড় বেশি তোষামুদে,
সাহিত্য যেন সময়ের বোঝা
একাডেমি না'য় দুধে!
কলম তোমার এ হেন দশা
আজকে এমন কেন?
তোমার বুকের কালো রক্ত
জমাট বাঁধছে যেন??
শৃঙ্খল ভাঙা কলমের কেন
আজ এ দৈন্যদশা?
কলম তোমায় জাগতে হবে
নিয়ে প্রতিবাদী ভাষা।
মরছে কৃষক, মরছে মানুষ,
শাসনের রুদ্র রোষে,
সংস্কারের নামে অসভ্যতা
ছেয়ে গেছে এই দেশে।
জাগরে কলম, জাগরে তুই,
ভ্রষ্ট দেশের নেতা,
ভোট ব্যাঙ্কের রাজনীতিতে
মরছে আমজনতা।
ভালোবাসা যেন মৃত ইতিহাস
হদিস পাবে না কেউ,
সম্পর্কহীন মনুষ্যত্বের আজ
চারিদিকে বড় ঢেউ!
কলম তুমিই যুগ যুগ ধরে
লিখে গেছো ইতিহাস,
সময়ের ঘরে আজ কেন তুমি
হচ্ছো মিথ্যে পরিহাস?
কলম তুমি নীরব কেন
রয়েছ কেন নির্জীব?
বিপ্লব আর বিদ্রোহ হোক
তোমার মুখে সজীব।