কবিতাঃ- খুঁজছি আপন
✍️ মনোজ ভৌমিক
শুধুই দূরত্ব মাপি
সময়ের সাথে,
সম্পর্ক দেখছি আজ
বড়ই হাভাতে!
এখনো ফাগুন আসে
চৈত্র ও বৈশাখ,
বর্ষা আসে আর যায়
ধুয়ে যায় 'রাখ'।
আষাঢ়ে ভাসেনা তরী
শ্রাবণে প্রলাপ,
গুমোট বাতাস ভাদ্রে
মনেতে সন্তাপ!
শরতের মিঠে রোদ
বড় মধুময়,
হেমন্ত শরীর ছুঁলে
ওরা সব পর!
খসলে হলুদ পাতা
লাগে শিহরণ,
বোঝাবো বলোনা কারে
যাতনা যখন!
বিষাদ বিভেদ গড়ে
জীবনে এখন,
নামতার ঘরে ঘরে
খুঁজছি আপন!