কবিতাঃ- খোলো দু'টি চোখ
✍️ মনোজ ভৌমিক

স্বাধীনতা প্রাক্কালে,স্বাধীনতা পরে,
মানুষ এদেশী ছিল,সম্প্রতির ডোরে।
সময় গড়িয়ে গেছে,হিংসা প্রকট,
এদেশটা দেশ নয়,স্বার্থের শকট।

দেশপ্রেম নেই কারো,চাই শুধু গদি!
রাজনীতি ব্যবসাটা চলে নিরবধি!!
সবার একটা নেশা চাই আরো টাকা!
সেদিনের ভাবনাটা আজ বড় ফাঁকা!!

হিংসা ও রাহাজানি আর বেইমানি,
সময়ে শিক্ষক বড়,সবাই তা মানি!
বিচার আচার বিদ্যা,আজ প্রহসন!
ধর্ষণ, মার্ডার যেন সময় দর্পণ!!

সরকার দরকার,নামটা বাঁচাতে,
নইলে দেশটা যাবে অনামের খাতে!
তুমি আর আমি আজ স্বার্থপর বড়,
নিজের বাঁচাতে প্রাণ,হই সড়গড়।

বিচারক ও গোয়েন্দা,যায় না তো বাদ,
হলমার্ক থাকলেও,মেশে ওতে খাদ!
ওদের হারাতে ভয়,প্রাণ আর মান,
তারাই অবোধ জেনো থাকে যদি জ্ঞান!

রাতের দখল নিয়ে হলো আন্দোলন,
প্রত্যাশায় দৃঢ় ওরা করে অনশন।
শিক্ষা,দীক্ষা আর স্বাস্থ্য,বড় অসহায়
দুর্বৃত্ত সময় শুধু, মসনদ চায়!

কেবলি ঘুরছে মোড়,অসীম ধোঁয়াশা!
বোঝার উপায় নেই,খেলছে কে পাশা!!
তবুও ঐ জুনিয়র আজকে মহান,
দাবিতে অনড় ওরা,যায় যাক প্রাণ!

ওরাও ভাসাতে পারে নিজেদের গা টা,
"যার গেছে যাক"বলে,ওরা হ'তো চটি চাঁটা!
হয়তো সময় ছুঁয়ে ওরা ব্যতিক্রম!
একেলা তিলোত্তমাই জুগিয়েছে দম!!

এ লড়াই,লড়াই না,বিপ্লবের ভাষা,
বাড়ছে ওদের দল, বিচার প্রত্যাশা।
মূক ও বধির যারা, খোলো দু'টি চোখ,
নইলে চাপড়ে বুক,করে যেও শোক।