কবিতাঃ- খেলা শুধু দেখে যাও
✍️ মনোজ ভৌমিক
তুমি আমি দেখে যাই
মোরোগের এ লড়াই,
কেউবা মারছে ল্যাং
কারো দেখি ভাঙে ঠ্যাং!
নিমেষেই উঠে পড়ে !
আবার সজোরে লড়ে!!
সময়ের এই চিত্র
নয় বড়ই বিচিত্র।
কেউ খেলে ফটাফট
কারো বেলা ঝটাপট,
ময়দান বড় চাই
জমবে তবে লড়াই।
দৃষ্টিতে ঐ মসনদ
ভাবনায় গদগদ,
ওখানেই বড় সুখ
একটু পোয়ালে দুখ।
লড়াই জমেছে খুব
দেখো আর থাকো চুপ,
খেলা শুধু দেখে যাও
জোরে জোরে শ্বাস নাও।