কবিতাঃ- খেলা
✍️ মনোজ ভৌমিক
তোমরা যারা দেখছো খেলা
ফেলছো শুধুই দীর্ঘশ্বাস,
চোখ কান সব খোলাই রেখো
আটকে নিয়ে খানিক শ্বাস।
খেলা তো ভাই নিত্যদিনের
হার ও জিতের সমন্বয়,
রাজায় রাজায় খেলা হলে
প্রজার লাগে ভীষণ ভয়।
রাজতন্ত্রের একটা নেশা
বাঁচাতে হবে সিংহাসন,
গণতন্ত্রের ভাবনা এলে
যতুগৃহে জ্বলে জীবন!
রাজতন্ত্র ও গণতন্ত্রের
ফারাক কিছু পাওকি খুঁজে?
দু'জাগাতেই কপট পাশা,
শকুনি আসে ধ্বংস সাজে।
শিক্ষা দীক্ষা নীরবে বিকোয়
ন্যায় বিচারে ধর্ষিতা কাঁদে,
উন্নয়ন তো চোখের ধাঁধা
রাত ১২তে বাধ কি সাধে?
তুমি ও আমি দিব্যিই আছি
অনুদানের রকম ছুঁয়ে,
ভোট তোমার হোক না হোক
বাঁচছো তুমি ওকেই নিয়ে।
সব খেলার ফল তো আসে
হার কিংবা জিতের সাথে,
কিছু খেলার ফলটা কিন্তু
ঐ রাজদণ্ড রাখেই হাতে।