কবিতাঃ- খেলার খেলা আজ প্রকট
✍️ মনোজ ভৌমিক
শতাব্দীর বড় প্রশ্ন রয়ে গেল প্রযুক্তির কাছে,
শত শত মৃত্যু মিছিলের উত্তর কোথায় আছে?
হঠাৎ কোনো ছুঁতো পেলেই আমি তুমি হই সোচ্চার,
মর্মন্তুদ এই মৃত্যুতে "দুর্ঘটনা" শব্দটাই কি শেষ প্রতিকার?
পিঁপড়ের মত যখন সবাই মরছি ওই বৃষ্টি গন্ধ শুঁকে,
লৌহ শকটের উন্মাদ আস্ফালনে মরলো ওরা সময় সুখে।
তোমার আমার জীবন যাত্রা সুরক্ষিত আজ কোথায়!
হাঁড়িকাঠ পাতা আছে সর্বত্রই, উপঢৌকনে লাজ বাঁচায়!!
ভুল ছুঁয়ে যায় আজও টেকনোলজি,ভ্রান্তি বিলাপে এ বাঁচা,
অনিশ্চিত মরণের জন্যে বাঁচি যেন সব্বাই,চারিদিকে মৃত্যু খাঁচা!
মৃত্যু যেন আজ বড় প্রহসন,শুধু রাজনীতি করে খেলা!
ওরে মৃত্যু,তুই চির সবল,জীবনের সাথে লড়ে যাস একেলা।
দোষ বুকে নিয়ে নীরবে চ্ছেদিত ঐ নির্জীব লৌহ শকট,
ভুলের আঙুল চারিদিকে ঘোরে,খেলার খেলা আজ প্রকট।