কবিতাঃ- কাঁটাতার কথা বলে
✍️ মনোজ ভৌমিক
বোঝেনি সেদিন চুরুলিয়া মাটি
কিংবা চায়ের দোকান,
ভেঙেছিল গ্লাস,উঠেছিল শব্দ,
কবিতা হবে মহান!
সুহৃদ হৃদয় আপন করেছে
কলমে দিয়েছে ভাষা,
পরাধীনতার শৃঙ্খল মোচনে
সৈনিক স্বরূপে আসা!
জ্বেলেছিল আগুন অন্তর মাঝে
বিদ্রোহে লেলিহান,
বিভেদের বাঁধ ভাঙেছেন তিনি
গেয়ে সাম্যের গান।
'কাফের' বলেছে ধর্মান্ধ লোকে
কেউবা দিয়েছে গালি,
সমাজ ভেঙে আরাধনা করেন
শ্যামাসঙ্গীতে মা কালী!
বিদ্রুপ তারে মহান করেছে
আপনাতে মহীয়ান,
সংগ্রাম ছিল জীবন মন্ত্র
গুজবে দেননি কান।
মানুষের মাঝে খুঁজেছে মানুষ
ধর্মে দেননি ধ্যান,
চিরবিদ্রোহী বীর, তুমিই শ্রেষ্ঠ,
তোমায় শ্রদ্ধা প্রণাম।
জীবন সায়াহ্নে অসীম দুঃখ
সয়েছেন নিরজনে,
হৃদয় গহীনে জ্বলেছে হৃদয়
বোঝাওনি আপনজনে।
জাতীয় কবির সম্মান পেয়েও
ভাবনা গভীর জলে,
ফোটেনি কুসুম বৃন্তে আজও
কাঁটাতারে কথা বলে!