কবিতাঃ- কান টানলেই
✍️ মনোজ ভৌমিক
একটা কথা সবাই জানেন ভালো,
কান টানলেই আসবে মোটা মাথা।
মাথাটাতো তখনই আসবে ভাই,
থাকবে যখন হাতের স্বাধীনতা।
আঙুলগুলোয় ধরলে হঠাৎ বাঁক,
বুঝতে হবে সামনে সমূহ বিপদ।
মাথাও তখন নিশ্চিত হবে ভেবে,
এবার বুঝি গেলো আমার আপদ।
তোমার আমার সবার হাত তো ওঠে,
আঙুলগুলো ঐ মুঠোয় বন্ধ থাকে।
তাইতো আজ টানতে গেলেই কান,
হাজার বিপদ পিছন থেকে ডাকে।
মনের ডাক তো হারিয়ে গেছে কবেই
অনুদান আর তোষামুদে এই দেহ!
স্বার্থের পিছে ছুটতে থাকে দু’হাত,
স্বাধীনতা শব্দটাই অপাংক্তেয়!!
বুকের মধ্যে নিভে গেছে ঊনবিংশ,
শিক্ষা বিকোয়,..স্বাস্থ্যের হ'লো ধর্ষণ!
দেহতন্ত্রেই হারিয়েছে স্বাধীন মন্ত্র,
অচিরেই বুঝি হারাবে আবাসন!!
হাতের আঙ্গুল শক্ত করো এবার,
সময় এসেছে মাথাটা নোয়াবার।