কবিতাঃ- যুগের মহত্ত্ব কথা
✍️ মনোজ ভৌমিক
মানুষ নামের জীবই বুঝি বিবর্তনের শেষ!
সময় দিনের এই ভাবনা জানায় এ বিশেষ।
যুগ পেরিয়ে হয় কি ভাই যুগের আবর্তন!
শাস্ত্র বলে যুগ পেরোলেই যুগের বিবর্তন।
সত্য ত্রেতা দাপর পেরিয়ে আসে ঘোর কলি,
চার যুগের মহত্ত্ব কথা এসো আজ তবে বলি।
সত্য যুগেও ছিল ভাই দেব,দৈত্য এবং মানব,
স্বর্গে দেব,মর্তে মানব পাতালে বসতেন দানব।
তিন প্রধানের মধ্যে ছিল বিস্তর ব্যবধান,
সৎ ভাবনা,চিন্তা,সত্য বলা,ছিল ধ্যানজ্ঞান!
বিবর্তিত যুগটা এলো,নাম ছিল যার ত্রেতা,
মানব দানব মর্তলোকেই,দূরত্বে বাস যেথা।
মানব মনে দানবীয় প্রভাব ঐ যুগেই দেখি!
রাম রাবণের যুদ্ধ কথায় রামায়ণ হয়নি নাকি!!
বিবর্তিত মানব মনে আর এক যুগ সেই দাপর,
মানব দানবের সহবাস! আপনে করলো পর!!
মহাভারতের করুণ গাঁথা ওই যুগের মহাকাব্য!
গুরু শিষ্যের পরম্পরায় বলী ছিল একালব্য!!
কলিযুগে কল্কি অবতার আসার অনেক দেরী,
এই যুগে মানুষের মধ্যে দানবীয় ছল চাতুরী!
মানবীয় ও দানবীয় ভাবনা একত্রে সহবাস,
প্রেম প্রীতি ভালোবাসায় নেই কোনো বিশ্বাস!
এই যুগে আজ মুখ ও মুখোশ চেনাই বড় দায়!
কে যে শত্রু! কে যে মিত্র!! চেনার নাই উপায়!!
ঘনিয়ে আসছে মহা প্রলয়.. যুদ্ধ খেলায় শেষ বিশ্ব,
তুমি,আমি, ও এই বিনাশের সেনাপতি এবং শিষ্য।