কবিতাঃ- জোনাক দূরত্ব মাপি
✍️ মনোজ ভৌমিক
হিমেল হেমন্ত শিশির ছুঁয়ে
ধেয়ে আসা ক্লান্ত বিষন্ন রোদ,
প্রতিবার একটু একটু করে
সিঁড়িদের উচ্চতা যায় মাপি!
বাগানের প্রতি কোণে কোণে
আজও হাসে মল্লিকা মালতী,
আমলকী বনে পাতা খসা শুরু
রোদ্দুর ছুঁয়ে গেল তিপান্নটি ধাপি!
তবুও একমনে সিঁড়ির উচ্চতা মাপি!
সে উত্তাপ নেই আর রোদের
প্রয়োজন নেই শরীরী খিদের...
ধোঁয়ামাখা শিশিরে চোখ ধুয়ে
আরো সিঁড়ি ভাঙার প্রত্যাশা!!
এখন কার্নিশে ঘুঘুদের আনাগোনা
চিলেকোঠার গান আর যায় না শোনা!
দূরে শিশির ছোঁয়া ধানের শীষটাও জানে
একদিন শুকিয়ে যাবে রোদ ভালোবাসা।
নবান্নের চাল বুকে ধান শীষের উচ্চতা মাপি!
আনমনে চলে যায় রোদ চুপিচুপি
ডুবতে থাকে রোদ মাখা সূর্যের রং
এক পা,এক পা করে উপরেতে উঠি..
ধোঁয়াশা আকাশে দেখি অজস্র জোনাকি!
ধোঁধলা চোখ, দূরত্ব করে মাপামাপি!
রাত কাটে ভোর হয়,জাগে কত পাখি!!
সময় বুঝিয়ে দেয় কতকিছুই মেকি.
আর একটা জন্মদিন দিয়ে যায় ফাঁকি!
সিঁড়ি ভাঙা স্কেল দিয়ে জোনাক দূরত্ব মাপি...