কবিতাঃ- যোগার বিকাশ হোক
✍️ মনোজ ভৌমিক
অতি ভোগ দূরে রাখো
যোগা হোক জ্যান্ত,
মনপ্রাণ হবে দেখো
অতিশয় শান্ত।
যোগার মহত্ত্ব আজ
বোঝে সারা বিশ্ব,
সংশয় ঝেড়ে ফেলে
হয়ে যাও শিষ্য।
হাঁটাহাঁটি ছোটাছুটি
সময়ের গল্প,
বয়সের কিছু রোগ
হবে ওতে অল্প।
অজানা হাজার রোগ
অস্থি ও মজ্জায়,
ঘরে ঘরে আজ দেখো
ঔষধ শয্যায়!
দিনরাত চিৎকার
কষ্টে কাটে দিন,
বয় না শরীর আর
বড়ই দুর্দিন।
জেগে উঠে প্রতিদিন
চর্চা যোগা হোক,
শরীরটা হবে ফিট
মিটবে ঐ শোক।
বাল্য হতে যদি করো
যোগার সাধনা,
বার্ধক্যে যৌবন হাসি
হাসবে আয়না।
দিবসটা যাই হোক
আওয়াজ তোলো,
যোগার বিকাশ হোক
চোখ দুটি খোলো।