কবিতাঃ- যোগ অথবা ড্যান্স
✍️ মনোজ ভৌমিক
নিত্যদিনের সকল কর্মে
সবারই অভ্যাস,
ঐ কর্ম যজ্ঞই সমৃদ্ধির
হয় যে বিকাশ।
বিকাশ হোক শরীর মনে
সুগন্ধী সুবাস,
পরিচর্যা হোক নিয়মিত
যোগ অথবা ড্যান্স।
নৃত্য গীতের সমন্বয়ে
হৃদয় উদ্বেল,
যৌবনকে বাঁচিয়ে রাখার
মস্ত বড় খেল।
জীবন আজ বড় অস্থির
নিত্য নতুন দ্বন্দ্ব,
এসো আজ এই নৃত্য দিনে
ফিরিয়ে আনি ছন্দ।
ছন্দ বিনা জীবনযাত্রা
বড়ই মূল্যহীন,
নৃত্যে নতুন ছন্দেই হোক
এ জীবন রঙ্গীন।
বিঃদ্রঃ- বিশ্ব আন্তর্জাতিক নৃত্য দিবসে আমার শ্রদ্ধার্ঘ্য ছিল