কবিতাঃ- যদি তুমি ফিরে এসো
✍️ মনোজ ভৌমিক
ফিরে আসার ভুল কোরোনা
ওহে ও ক্ষুদিরাম,
মা'কে ছেড়ে মাসির বাড়ির
নিও না তুমি নাম।
সব জায়গায় আপদ আজ
বিপদ হাজার রকম,
এর তার সাথে লড়াইয়েতে
ফুরিয়ে যাবে সে দম।
কপটতা আর রাহাজানি
ছেয়ে গেছে সারা দেশে!
ধর্ম বিদ্বেষ,জাতি হিংসা
সময়ের ভাগশেষে!
দেশের জন্য ভাবেনা কেউ
গদি বাঁচানোই কাজ,
কামদুনি আর অভয়া কান্ডে
নেই আজ কারো লাজ!
নৈতিকতা,মানবতা যেন
মন ভাঙা দুটি শব্দ,
মনুষ্যত্ব হিংস্রতার কছে
আজ দেখি বড় জব্দ!
স্বাধীনতার প্রকৃত অর্থ
খুঁজতে যাবে যখন,
বুঝবে তুমি মা ও মাসি
কেউ তো নয় আপন!
মেদিনীপুরের বীর সন্তান
যদি তুমি ফিরে এসো,
আগুনজ্বলা দু'চোখ নিয়ে
কারাগার ভালোবেসো।