কবিতাঃ- জবাব চাই
✍️ মনোজ ভৌমিক
তুমি যতবারই আমাকে জড়িয়ে ধরো
আমার মধ্যে আসক্তি জাগে "ওম!"
তুমি যখনই ওভাবে বেষ্টিত করো
আমার অনুভূতি পরকীয়া হয়ে ওঠে!!
সত্যি বলছি, ওভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলেই,
তোমাকে ভীষণ ভালো লাগে...
কিন্তু ঐ মুহূর্তে যে ওর স্পর্শানুভূতি
পেতে গভীর ইচ্ছে জাগে!
কী করি বলতে পারো?
তোমাকে যতটা নিবিড়ভাবে চাই
ঠিক ততটাই ওকে ইচ্ছে করে ছুঁয়ে যাই...
যদি তুমি আঙুল তোলো,
আমি হয়ে যাই পরকীয়া!
সত্যিই কি তাই!!
তাহলে কেন আসো তুমি?
কেন এত ভালোবাসো??
জবাব চাই।