কবিতাঃ-জিততে হবেই হবে
✍️ মনোজ ভৌমিক
জিততে হবেই হবে
স্টেডিয়াম মোদী,
এখানে থাকতে নেই
কিন্তু আর যদি।
ব্যাটটা বাগিয়ে নাও
বলে দিও সান,
স্টাইকটা সার্জিকল
ফিল্ডিংএ জান।
সুইং হোক না তেজ
স্পিনটা ঘুরণী,
প্রখর দৃষ্টির কাছে
বলটা চাটনী।
বিশটা বছর পরে
এসেছে সুযোগ,
তাকিয়ে রয়েছে দেশ
বড় মহাযোগ।
বাহুতে অসীম বল
বদলাটা চাই,
ক্রিকেট বিশ্ব জানুক
ভারত এটাই।