কবিতাঃ- জীবন তরী
✍️ মনোজ ভৌমিক
জীবনের চরম সত্যকে
লুকিয়ে রাখছি মনে,
কেউবা বায় বহতা নদী
কেউ চলে ছন্দ গানে।
মোহনায় মিশবে সবাই
শেষের বেলায় এসে,
নিত্য তবুও বাইছি তরী
জীবনকে ভালোবেসে।
এ কূল কূল দু'কূল ছুঁয়ে
শুধু দিতে থাকে পাড়ি,
মন্দ স্রোতের অমোঘ টানে
দাঁড়-পাল নাহি ছাড়ি।
ওখানে গিয়েই শেষ হয়
ঐ তরীর গতিরেখা,
ঘুরপাক খায় বারে বারে
চক্রব্যূহ যেন দেখা!
সবাই জানে হারিয়ে যাবে
একদিন ওইখানে,
মিথ্যে শত অভিমান নিয়ে
তবু লড়ি এইখানে!
জীবন যেন তরীর ন্যায়
রাস্তা যেন ওই নদী,
উথাল পাতাল ঢেউ ভাঙে
শেষের বেলা অবধি।