কবিতাঃ- জীবন ছন্দ
✍️ মনোজ ভৌমিক

সময়ের সব কবিতাই
আজকে বড়ই দিশেহারা,
শব্দ গুলো সব বেআক্কেলে
ভাবনা যেন লাগামছাড়া!

তবুও তোমায় লিখতে হবে
সাজিয়ে নিয়ে মনের ব্যথা,
প্রকৃতি আর জীবনবোধের
ছন্দ মিলিয়ে সকল কথা।

কান্নার পাশে হাসি যেমন
রাতের পাশে তেমনি দিন,
মন্দ ছাড়া এই পৃথিবীর
ভালো যেন আজ মূল্যহীন।

মূল্যায়নের মুখ্য ধারাই
বিপরীতার্থে আবদ্ধ ভাই,
নইলেপরে 'বিচার শক্তি '
কথাটার কোনো অর্থ নাই।

সুখ দুঃখের দ্বন্দ্ব দোলায়
দুলতে থাকে জীবন গতি,
আঁধার গাঢ় কঠিন হলে
মূল্য পায় ও আলোকদ্যুতি।

সমালোচনা থাকলে তবে
দৃঢ় হয় মানব জীবন,
তুমি আমি আর যদু মধু
রোদ্দুর খুঁজতে করি রণ।