কবিতাঃ- ঝোঁকা
✍️ মনোজ ভৌমিক
ঝুঁকছি আজ সবাই মিলে
দিনে ও রাতে একই সাথে,
কেউবা ঝোঁকে পেটের দায়ে
আবার কেউ ঐ হাঁড়িকাঠে।
ঝুঁকছে কৃষক ঋণের দায়ে
বন্যা,খরা ও ঝড় ঝঞ্ঝাতে,
শ্রমিক ঝোঁকে ঘাম শরীরে
মূল্য বিহীন শ্রমের সাথে।
আমজনতা ঝুঁকছে দেখি
বেড়ে ওঠা বাজার দরে,
শিক্ষাটাকে ঝুঁকতে দেখি
লেনদেনের ঐ গুপ্ত ঘরে।
নেতা মন্ত্রী ঝুঁকতে থাকে
মিথ্যে শতেক অভিনয়ে,
দেশের রাজার গল্প শুনি
প্রতি মাসে বিভোর হয়ে।
ঝুঁকছে তারাও তোষামুদে
গভীর জলে চোখ ডুবিয়ে,
নিজস্বতা হারিয়ে ওরাই
তারিফ করে এগিয়ে গিয়ে।
ঝোঁকা এখন নিত্যদিনের
দিন যাপনের কথামালা,
বেঁচে আছি বলতে গেলেই
জাগছে মনে দহন জ্বালা।