কবিতাঃ- জেগে ওঠো রবি শ্রেষ্ঠ
✍️ মনোজ ভৌমিক
শ্রাবণের ধারা নেই তবুও শ্রাবণ!
আকাশে মেঘের খেলা শুধুই গর্জন!!
পদ্মা ও গঙ্গার বুকে নেই সেই ঢেউ!
কেবলি ভাবের রসে ভেসে যায় কেউ!!
চারিদিকে জমে আছে সময়ের পলি,
ছাতিম ঝরায় অশ্রু কারে ডেকে বলি!
স্বার্থের দুরূহ খেলা চলছে ভুবনে,
হিংসা-দ্বেষ, কলহ প্রতি জনে জনে!
প্রেম,প্রীতি, ভালোবাসা আজ অভিমানী,
সময়ের কবিতায় মিথ্যে শব্দ বাণী।
"১৪০০ সাল" হাঁটে বিষাদের ঘরে,
ঘুমিও না আর তুমি রিক্ত ক্যালেন্ডারে!
জেগে ওঠো রবি শ্রেষ্ঠ সাহিত্যের শিব,
বাংলা সাহিত্য আজ বড়ই নির্জীব!!